[english_date] | [bangla_day]

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৩ মে) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ট্রাম্প বলেছেন, ‘মুসলমানরা যখন ঈদুল ফিতর পালন করবে, আমরা আশাবাদী তারা প্রার্থনা ও উপাসনার আরোগ্য ক্ষমতাবলে শান্তি ও সমৃদ্ধি খুঁজে পাবে। গত সপ্তাহ ও মাসগুলোতে আমরা করোনার বিরুদ্ধে যখন লড়াই করছি তখন আমাদের বিশ্বাসের ওপর আস্থা রেখে, পরিবার ও বন্ধুদের এই অপ্রত্যাশিত সময়ে পথ চলতে সহযোগিতা করেছি আমরা ।’

তিনি বলেন, ‘এখন আগের চেয়ে বেশি আমাদেরকে শান্তির নিশ্চয়তা, ভালোবাসা বৃদ্ধি এবং বন্ধুদের কাছে টেনে নেওয়া স্মরণ করিয়ে দিচ্ছে, যেটি ধর্ম আমাদের জীবনে নিয়ে এসেছে। সৌভাগ্য ও আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই আমরা।’ রোববার (২৪ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের (১৪৪১ হিজরি সালের) চাঁদ দেখা না যাওয়ায় ২৫ মে (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়