[english_date] | [bangla_day]

সৃজন সাংস্কৃতিক পরিষদের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদকঃ

করোনার নাজুক পরিস্থিতে সংগঠনের সদস্যদের পাশে দাঁড়িয়েছে সৃজন সাংস্কৃতিক পরিষদ।

ভালোবাসার উপহার স্বরূপ
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, সামাজিক দূরত্ব বজায় রেখে ২০.৫.২০ বুধবার সংগঠনের সক্রিয় সদস্যদের মাঝে
বিতরণ করা হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরীর সহযোগিতায় উপহার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক ও সৃজন সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা হারাধন চৌধুরী। তিনি সৃজন সাংস্কৃতিক পরিষদের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী’র পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সলিল আচার্য্য, আন্না ভট্টাচার্য্য, দীপঙ্কর দাশগুপ্ত, উজ্জল চক্রবর্ত্তী, আজীবন সদস্য অসীমা চৌধুরীসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথি হারাধন চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে হবে। সংগঠনের সদস্যদের পাশে দাড়াঁনো একটি মহৎ কাজ।
সংগঠনটি করোনা ভাইরাস সচেতনতায় প্রথম থেকে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এভাবে সকল সংগঠনকে,
তাদের অভাবগ্রস্ত সক্রিয় সদস্যদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়