[english_date] | [bangla_day]

ফের মসজিদ লকডাউন

Info Chittagong

ডেস্ক রিপোর্ট: করোনার কারণে ফের লকডাউন করা হয়েছে মসজিদ। মঙ্গলবার (১৯ মে) জানা গেছে, বগুড়ার শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালের ল্যাব টেকনোলজিস্টের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি শেরপুরের প্রথম করোনা রোগী। এ ঘটনায় তার মেস ও টাউন কলোনি মসজিদ লকডাউন করা হয়েছে।

জানা গেছে, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চওড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রাসেল আহম্মেদ শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার একটি হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট পদে চাকরি করেন। তিনি টাউন কলোনির সাইফুল ইসলামের বাসা ভাড়া করে তিন বন্ধু মিলে থাকতেন।

গত ১২ মে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তার নমুনা সংগ্রহ করা হয়। সেই পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ হয়। পরে ১৮ মে দ্বিতীয়বার তার নমুনা সংগ্রহ করা হয়। তাতেও ফলাফল পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, রাসেল আহম্মেদের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তিনি ৩০ এপ্রিল বেতন নিয়ে আর ক্লিনিকে যাননি তাই ক্লিনিক লকডাউন করা হয়নি। তবে তার মেস ও যে মসজিদে নামাজ আদায় করতেন সেই মসজিদ লকডাউন করা হয়েছে। এ ছাড়াও ওই হাসপাতালের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়