চন্দনাইশ প্রতিনিধিঃ আজ (১৫ মে) শুক্রবার দোহাজারী পৌরসভার সরকার পাড়াস্থ মাঠ প্রাঙ্গনে সদ্য গঠিত বাতিঘর ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনটির সভাপতি মুহিম বাদশা বলেন, তাদের লক্ষ বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িয়ে অনাহারে থাকা মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সিঃ সহ-সভাপতি-শাহেদ উদ্দীন শরীফ, সহ-সভাপতি আনোয়ার হোসেন পেঠান, সহ-সভাপতি রোমানুল ইসলাম, সাধরন সম্পাদক আতিক মুনছুর, যুগ্ম সম্পাদক জিয়াউল হক টিপু, যুগ্ম সম্পাদক আরিফ উদ্দীন রুবেল, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, অর্থ সম্পাদক আবদুল গনি, প্রচার সম্পাদক নাঈম উদ্দীন বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মোমেন রুবেল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান,
সেবা ও তথ্য প্রযু্ক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সাকিব, ছাত্রকল্যান বিষয়ক সম্পাদক তানভীর হাসান জিসান প্রমূখ।