[english_date] | [bangla_day]

বিহারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো রেড ক্রিসেন্ট

চিটাগাং মেইল : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ৬ মে সম্প্রতি সৃষ্ট মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে খুলশী এলাকাস্থ শতাধিক বিহারীদের মাঝে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, অদৃশ্য এক ভাইরাস আমাদের ঘরে বন্দি করে রেখেছে। এ ভাইরাসটি সংক্রমণে মৃত্যু অবধারিত। তাই আমাদের সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। সচেতনতার অংশ হিসেবে তিনি সকলকে দুই ঘণ্টা পরপর হাত ধোয়া, কোন জিনিস স্পর্শ করার পর হাত ধোয়ার পাশাপাশি একে অপরের প্রতি নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানান এবং ক্ষুধা দারিদ্র্য নিয়ে বিস্তারিত ইতিহাস আলোচনা করেন।

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব উপ প্রধান-২ মোঃ মঈনুল ইসলামের দিকনির্দেশায় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুদ্দৌলা সুজন, সিনিয়র যুব সদস্য শাহাদাত হোসেন রুমেল, ৮নং ষোলকবহার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়ার্দী, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের কোষাদক্ষ মাহাবুবুল আলম, ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আলী হায়দার, ছাত্রনেতা মোশরাফুল হক চৌধুরী পাভেল ও এলাকার জনপ্রতিনিধি মো. সোহেল প্রমূখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়