[english_date] | [bangla_day]

নারীর প্রথম পছন্দের প্রসাধনী লিপস্টিক

লাইফষ্টাইল ডেস্ক: নারীর মনের রহস্য জানা খুব সহজ কাজ নয়। আসলেই কি তাই একটু লক্ষ্য করলেই বুঝতে পারা যাবে নারীর স্বভাব।তাও আবার তার প্রিয় লিপস্টিকের রং দেখেই।

সাজগোজের জন্য নারীর প্রথম পছন্দের প্রসাধনী লিপস্টিক। জেনে নিন লিপস্টিকের প্রিয় রং আপনার সম্পর্কে কি বলে-

• লাল লিপস্টিকের আবেদন কখনই পুরোনো হয় না৷ আর সেই লাল লিপস্টিকই প্রিয় হলে আপনি সাহসী তো বটেই, সেই সঙ্গে খুবই আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী

• ব্রাউন রঙের লিপস্টিকের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে তাহলে আপনার চরিত্রের গভীরতা প্রবল আর খুব রোমান্টিক

• গোলাপি আপনার প্রিয় লিপস্টিক হলে আপনি নিজেকে মিষ্টি দেখাতে ভালোবাসেন৷ একই ভাবে আপনি খুবই নরম মনের এবং বিশ্বাসযোগ্য একজন মানুষ

• পার্পল লিপস্টিক যদি আপনার প্রিয় হয় তবে আপনি অত্যন্ত আবেগপ্রবণ৷ অন্যদের জন্য আপনার অনুভূতি প্রবল

• কমলা রঙের লিপস্টিক আপনার প্রিয় তাহলে আপনি খুবই অ্যানার্জেটিক৷ জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন৷

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়