[english_date] | [bangla_day]

করোনা লক্ষণ নিয়ে চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু

চিটাগাং মেইল : ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশনে থাকা ৫৫ বছর বয়সী এক জনের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার বাসিন্দা।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড় সাতটার দিকে রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, গতকাল বিকেলে রোগী ভর্তি করানো হয়। ভর্তির পর পরই নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর জানানো যাবে করোনা আক্রান্ত কিনা।এসময় তিনি আরও বলেন, রোগীটির সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ রয়েছে। তবে অন্যকোন রোগ ছিলনা।

এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে জানা যাবে তিনি করোনা রোগী কি-না।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ জন। এরমধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়