[english_date] | [bangla_day]

ত্রাণ বুঝে নেয়ার ২৪ ঘন্টার মধ্যে বন্টনের নির্দেশ সিটি মেয়রের

চিটাগাং মেইল : চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন চট্টগ্রাম মহানগরীতে সরকারী ত্রাণ-সামগ্রী ওয়ার্ড কাউন্সিলরগণ বুঝে নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তা দ্রুত তালিকাভূক্ত ত্রাণ গ্রহিতাদের ঘরে ঘরে পোঁছে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে জনগণের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে।

তিনি ওয়ার্ড কাউন্সিলরদের উদ্দেশ্যে এক নির্দেশনামূলক বার্তায় বলেছেন, এখন পর্যন্ত সরকারের বরাদ্দকৃত যে পরিমাণ ত্রাণ-সামগ্রী সিটি কর্পোরেশন বুঝে নিয়েছে তা তালিকাভূক্ত ত্রাণ গ্রহিতাদের মাঝে দ্রম্নত বন্টনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তা ত্রাণ গ্রহীতাদের কাছে পৌছে দেয়ার জন্য ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্ব দেয়া হচ্ছে। তারপরও কোন কোন ওয়ার্ডে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এই বিলম্বের কারণে সরকারি বরাদ্দ সময়মত না পাওয়ায় জন্য অসন্তোষ সৃষ্টি হতে পারে। ফলে ত্রাণ বিতরণে দায়িত্বপ্রাপ্ত কোন কোন ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলদের বিলম্ব ও ধীরগতি পরিলক্ষিত হওয়ায় সরকারের মহতী উদ্যোগের সুফল থেকে বিচ্যুতি হওয়ার অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে কাউন্সিলরদের তৎপর হতে হবে।

তিনি আরো বলেন, ত্রাণ গ্রহীতাদের তালিকা তৈরীর সময় দলমত নির্বিশেষে যাতে সকলেই অন্ত্মর্ভূক্ত হতে পারে সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখতে হবে।মনে রাখতে হবে দলীয় বা রাজনীতিক পরিচয় বড় কথা নয়, সবচেয়ে বেশি প্রয়োজন বিবর্জিত হয়ে মানুষের সেবা প্রদানে মানবিক দায়িত্ব পালন করা। সকল মানুষের সেবা প্রদান এবং সর্বপরি সরকারি ত্রাণ প্রাপ্তির অধিকার নিশ্চিত করা।

করোনা ভাইরাস আপদকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা,রাষ্ট্রিয় বিধি বিধান অনুসরণ করে জনপ্রতিনিধিদের মানবিক দায়িত্ব পালনে সদা সর্বদা নিবেদিত হওয়ার আহবান জানানো হয়। সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনে সরকারি ত্রাণ সামগ্রী বিতরনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ প্রদান করেন।

এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়