চিটাগাং মেইল : চলমান প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায় পরিবার ও মধ্যবিত্ত পরিবারের জীবন জীবিকার কথা ভেবে ঘরবন্দি ভাড়াটিয়াদের সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজ সেবক প্রনব সাহা। তিনি গত ১৭ এপ্রিল সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায় শতাধিক ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করার বিষয়টি ঘোষণা দেন।
সমাজ সেবক প্রনব সাহা বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি, চট্টগ্রাম শাখা মেট্রোপলিটন শপ্ অনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি, মা ও শিশু হাসপাতালের আজীন সদস্য এবং পতেঙ্গা থানা সার্ক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের সভাপতি। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে দেশের উন্নয়নে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বাড়িভাড়া মওকুফের বিষয়ে তিনি জানান, জাতীয় দূর্যোগে পরিণত হয়েছে করোনা ভাইরাস। দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এমন পরিস্থিতে আমাদের সবাইকে নিরাপদ ও সচেতন থাকতে হবে। ভাড়াটিয়ারা জীবন জীবিকার জন্য ঘর থেকে বের হলে বাড়বে করোনার ঝুঁকি। ভাড়াটিয়াদের মানবিক দিক চিন্তা করে করোনার ঝুঁকি এড়াতে বাড়িভাড়া মওকুফ করে প্রায় শতাধিক ভাড়াটিয়াদের পাশে থেকে সহযোগীতার করার চেষ্টা করেছি মাত্র। তিনি আরও বলেন, বাড়ির মালিকগণ যদি যার যার অবস্থান থেকে এগিয়ে এসে ভাড়াটিয়াদের পাশে দাড়ায় তাহলে করোনা ভাইরাস মোকাবিলায় করোনায় আক্রান্ত রোগীর ও মৃতের হার কমানো সম্ভব বলে তিনি মনে করেন।
সম্প্রতি প্রনব সাহা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন স্থানে দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করেন।