রাঙ্গুনিয়া প্রতিনিধি: এখন থেকে পাঁচ বছর আগে বাইকপ্রেমী এক যুবক স্বপ্ন দেখেছিল রাঙ্গুনিয়ার প্রত্যেক বাইকার হেলমেট ব্যবহার করবে। “সর্বদা হেলমেট ব্যবহার করুন নিজেকে সুরক্ষিত রাখুন” এই স্লোগানে প্রত্যেক বাইকারদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ২০১৫ সালের ২৩শে সেপ্টেম্বর আজকের এই দিনে রাঙ্গুনিয়ার কিছু বাইক প্রেমীদের দিয়ে গড়ে তুলেছিলেন “রাঙ্গুনিয়া বাইক লাভার্স” নামক সামাজিক সংগঠন। বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে গঠিত হয় রাঙ্গুনিয়ার বাইক প্রেমীদের এই সংগঠন।
কিন্তু যে যুবকের হাত ধরে এই সংগঠন তিনি (মরহুম আহসান হাবীব) গত বছর মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি না থাকলেও তার হাতে গড়া এই সংগঠন হাজারো স্মৃতি নিয়ে এখনো উজ্জীবিত। তারা সর্বোপরি চেস্টা করেন আহাসান হাবীবের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে।
সংগঠনের বর্তমান এডমিনরা জানান, মূলত এই গ্রুপে থাকার অন্যতম কারণ বাইক ও রাইডের প্রতি ভালবাসা। বাইকের প্রতি আমাদের আবেগ একটু বেশী। ছুটির দিন গুলোতে দেশের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে ছুটে যাওয়া, ঐতিহাসিক স্থান গুলো ঘুরে দেখা, বিখ্যাত জায়গায় ছবি তুলে স্মৃতি ধরে রাখা, এভাবেই লাইফটাকে উপভোগের জন্যই আমাদের এই গ্রুপ।
তারা আরো জানান আমাদের মূল উদ্দেশ্য হলো হেলমেট এবং বাইকিং সেফটির সম্পর্কে সকল মানুষকে সচেতন করা। বাইকিং কমিউনিটির বিভিন্ন ইভেন্টস র্যালি অংশগ্রহণ করা বা সামাজিক কাজে অংশগ্রহণ করা আমাদের কার্যক্রমের অংশ। তারা বলেন, এই ৫ বছরে আমরা অনেক কিছু পেয়েছি আবার আমাদের প্রিয় হাবীব ভাই সহ অনেক কিছু হারিয়েছি। শুরু থেকে সবাই যেভাবে পাশে ছিল সামনের দিনগুলোতেও থাকবে এই প্রত্যাশা তাদের।
উল্লেখ্য এই সংগঠন মোটরসাইকেল ঘিরে হলেও তারা বিভিন্ন দুর্যোগে ত্রাণ, ইফতার, শীতবস্ত্র, এতিমদের ঈদ উপহার, রক্ত দান, গরিব পরিবারের বিয়েতে আর্থিক সহায়তা, করোনা কালীন ইমারজেন্সি বাইক সহায়তা নামক সেবা সহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকেন।