[english_date] | [bangla_day]

ব্লিচিং পাউডার সরাসরি শরীরে না ছিটানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

ডেস্ক রিপোর্ট: মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি শরীরে ছিটানো বন্ধের আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ১৬ এপ্রিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর(রোগ নিয়ন্ত্রণ শাখা) একটি চিঠির মাধ্যমে সিভিল সার্জনদের এ ধরণের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়, যার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

বিভিন্ন জাতীয় পত্র পত্রিকায় সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছড়ানো বিষয়ে ছবিসহ প্রতিবেদন হচ্ছে। এ ব্যাপারে সূত্র হিসাবে উল্লেখ করা হয় প্রথম আলো’তে প্রকাশিত ১৬.৪.২০২০ এর একটি প্রতিবেদনকে। এ কাজে জীবাণুনাশক হিসাবে ব্লিচিং পাউডার (হাইপোক্লোরাইড) এর দ্রবণ ব্যবহার করার কথা বলা হচ্ছে।

ব্লিচিং পাউডার এর ক্ষতিকর প্রভাব-

*মানবদেহের উন্মুক্ত বহিঃ অঙ্গ, বিশেষ করে চোখ মুখের জন্য অনেক ক্ষতিকর।

*ত্বকে প্রদাহ সৃষ্টি করে।

*নিঃশ্বাসের মাধ্যমে শ্বাসতন্ত্রে প্রবেশ করলে এজমা হতে পারে।

*এমন কী বিষক্রিয়াও হতে পারে।

এ ব্যাপারে চিঠিতে আরো জানানো হয়, ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি শরীরে ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়।
স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলে।

চিঠির অনুলিপি মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, সহকারী পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়