থানচি প্রতিনিধি: সম্প্রীতির বান্দরবানে ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রধান করা হয় বান্দরবানের বিভিন্ন উপজেলায় তার অংশ হিসাবে থানচি উপজেলার দুর্গম ইউনিয়ন রেমাক্রীতে প্রধান করা হয় ঈদ উপহার।
রবিবার ২৬ জুলাই সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রেমাক্রী বাজারে ঈদ উপহার বিতরণ করেন রেমাক্রী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মুইশৈথুই মারমা(রণি)। এই বিষয়ে তিনি বলেন, আমার ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১৩১৬ পরিবারের নিকট ঈদ উপহার প্রধান করা হবে যার প্রথম অংশ আজ প্রদান করলাম।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার জন ত্রিপুরা,মহিলা সংরক্ষিত ১.২.৩ নং ওয়ার্ডের মেম্বার নেপ্রু মারমা।