[english_date] | [bangla_day]

খাকপ সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ অরণ্যকলি’র মোড়ক উন্মোচন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে খাগড়াছড়ি কবি পরিবার (খাকপ) সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ অরণ্যকলি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

২১ ডিসেম্বর সোমবার খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে খাগড়াছড়ি কবি পরিবার (খাকপ) সম্পাদিত সৃজনশীলতার প্রথম স্মারক যৌথ কাব্যগ্রন্থ অরণ্যকলি’র মোড়ক উন্মোচন করেন খাগড়াছড়ি কবি পরিবার(খাকপ)-এর উপদেষ্টা, খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কবি সুভায়ন খীসা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক কবি শাহাদাৎ হোসেন, ‘টিম খাগড়াছড়ি’ গ্রুপের প্রধান এডমিন হাসানুল করিম, মডারেটর ফারজানা ইয়াসমিন,খাগড়াছড়ি কবি পরিবার (খাকপ) এর পরিচালনা পরিষদের সভাপতি কবি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক কবি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি মো. তারিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক কবি ক্যজসাই মারমা প্রমূখ।

এরপর পরিচিতি, কবিদের মাঝে কাব্যগ্রন্থ বিতরন, কবিতা আবৃত্তি, কাব্য আলোচনা এবং সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিগন খাগড়াছড়ি কবি পরিবার(খাকপ) এর সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করে কাব্যচর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়