[english_date] | [bangla_day]

অধ্যাপক ড. মুহাম্মদ রশিদের ইন্তেকাল

চিটাগাং মেইল ডেস্ক:  বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ, আরবি ও ফার্সি ভাষা বিশারদ, চন্দনাইশের কৃতিসন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রশিদ সোমবার ২৮ জুন সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজেউন) ।

মৃত্যু কালে তাহার বয়স হয়েছিলো ৭৮ বছর। ২৮ জুন দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদে আসর চন্দনাইশ মুহাম্মদপুরে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

খ্যাতিনামা শিক্ষাবিদ ও ইতিহাসবেত্তা অধ্যাপক ড. মুহাম্মদ রশিদের ইন্তেকালে শোকপ্রকাশ করে মরহুমের পরিবার পরিজনেরপ্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন, সিনিয়র সহ সভাপতি গাজী মাওলানা রেজাউল করিম তালুকদার ও সাধারণ সম্পাদক ইতিহাসবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী , লেখক গবেষক আবদুর রহিম, মাওলানা আবদুল মাবুদ ইসলামাবাদী, ইঞ্জিনিয়ার নুর হোসেন, অধ্যক্ষ আবু তালেব বেলাল, একেএম আবু ইউসুফ, লেখক গবেষক মোহাম্মদ ইমাদ উদ্দিন, ডাঃ এম এ মুক্তাদীর, লেখক নাজমুল হক শামীম লেখক সাফাত বিন সানাউল্লাহ,লেখক খোন্দকার ফসিহুল হক চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ যে, ড. মুহাম্মদ রশিদ চন্দনাইশের মুহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ মৌলভী মোহাম্মদ ইসমাইল। ড. রশিদ প্রথম জীবনে মাদারাসা শিক্ষায় উচ্চ শিক্ষিত। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে এম এ ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে শিক্ষকতা করে অবসরে যান।প্রথিতযশা এই শিক্ষাবিদ বেশ কিছু মুল্যবান প্রবন্ধ রচনা করেছেন। সেগুলো জাপান,ভারত, মিশর ও ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হয়।

ড. রশিদ চট্টগ্রামে ক্ষনজন্মা মহাপুরুষ ঐতিহাসিক হামিদুল্লাহ খান রচিত চট্টগ্রামে প্রাচীন ইতিহাস গ্রন্থ ” আহাদীসুল খাওয়ানীন ‘ তারিকে হামিদী ” ফার্সি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেন। অধ্যাপক ড. রশিদ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন করতে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়