চিটাগাং মেইল ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভলকান বাজকিরের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১৫ জুন জাতিসংঘে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেখানে রোহিঙ্গাদের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের নিয়ে কী করা যায় সেটা নিয়ে আলোচনা হবে, আমি সেখানে যোগ দেব।

ড. মোমেন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ঢাকায় এসেছিলেন। তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি গ্রহণ করি। জাতিসংঘে এলডিসি উত্তরণ নিয়ে আয়োজিত আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে, সেখানেও যোগ দেব। এ সফরে দুটো বড় ইস্যু নিয়ে আলোচনার সুযোগ পাওয়া গেল।
পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গেও বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সেই সফরে মোমেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এছাড়া দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গে বৈঠক করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ নির্বাচিত হওয়ার বাংলাদেশের জন্য সুখবর হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে আমরা সর্বাত্মকভাবে সমর্থন দিয়েছিলাম। তিনি নির্বাচিত হয়েছেন অনেক ভোটে। উনি আমাদের খুব ঘনিষ্ঠ লোক। আমরা ওনাকে সমর্থন করেছি এবং বলেছি আপনি আমাদের দিকেও খেয়াল রাখবেন। এটা আমাদের জন্য ভালো সংবাদ, ওনার কাছ থেকে আমরা নতুন কিছু আইডিয়াও পেতে পারি।
গতকাল সোমবার (৭ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত নির্বাচনে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ ১৯১ ভোটের মধ্যে ১৪৩ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। শহিদ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। তিনি বর্তমান সভাপতি ভলকান বাজকিরের স্থলাভিষিক্ত হবেন।