[english_date] | [bangla_day]

শস্যক্ষেতে জাতীয় পতাকা

চিটাগাং মেইল ডেস্ক:  মাঠজুড়ে সবুজ ফসলের পসরা। হঠাৎই চোখ আটকে যাবে সবুজ মাঠে বাংলাদেশের পতাকার আকৃতির ধানক্ষেত দেখে।

বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা না হলেও জাতীয় পতাকার আদলে বেগুনি রঙের ধানক্ষেত দিয়ে শস্যচিত্রে জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শিক্ষক নুরে আলম সিদ্দিক।

ঝিনাইগাতীর ধানশাইল গ্রামের মাঠে সবুজ ধানক্ষেতের সমারোহ। সবগুলো ক্ষেতই চতুর্ভুজ আকৃতির। তার মাঝখানে নুরে আলমের ধানক্ষেত। সব মিলিয়ে জাতীয় পতাকার আদলের মতো। পার্থক্য শুধু লালের জায়গায় বেগুনি বৃত্ত।

নতুন জাতের এ ধানের নাম ‘পার্পল লিফ রাইস’। বেগুনি রঙের এ ধানের আবাদ করেছেন ওই স্কুল শিক্ষক। চলতি বোরো মৌসুমে নিজের ১০ শতাংশ জমিতে প্রথমবারের মতো এ ধানের আবাদ করেছেন তিনি।

পেশায় শিক্ষক হলেও নিত্যনতুন জাতের ধান আবাদ নিয়ে তার আগ্রহ রয়েছে বলে জানা গেছে। অনলাইনে ভিডিও প্রকাশের মাধ্যম ইউটিউব থেকে তিনি পার্পল লিফ রাইস এবং এ জাতের ধানের আবাদ সম্পর্কে প্রথম জানতে পারেন। পরে অনেক চেষ্টা করে স্থানীয় এক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষকের কাছ থেকে এ ধানের বীজ সংগ্রহ করেন। বীজতলা তৈরি করে চলতি বোরো মৌসুমে নিজের ১০ শতাংশ জমিতে তা রোপণ করেছেন তিনি।

এ বিষয়ে শিক্ষক নুরে আলম সিদ্দিক জানান, তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে তার এমন উদ্যোগ। ইচ্ছে আছে এ মাধ্যমেই মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তোলার।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে দেশে প্রথম বেগুনি রঙের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধানের নাম পার্পল লিফ রাইস। এ ধানের গাছের পাতা ও কাণ্ডের রং বেগুনি। এর চালের রংও বেগুনি। তাই এটি রঙিন ধান হিসেবে পরিচিত।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়