[english_date] | [bangla_day]

সততা, নিষ্ঠতা ও সাহসিকতার জন্য শেখ হাসিনার সরকার আজ বিশ্বনন্দিত: মত বিনিময় সভায় বক্তারা

চিটাগাং মেইল: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ও সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদের পক্ষে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা স্থানীয় দীন মোহাম্মদ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

ওয়ার্ডভূক্ত ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিন। এছাড়াও উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জাবেদ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী জাহেদা সুলতানা পপি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। আওয়ামী লীগ সব সময় গণমানুষের কল্যানে কাজ করে। তাই সাধারন জনগনের হৃদয়ের স্পন্দন বুঝতে পারে। জনগন আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে কখনোই ঠকেনি। নৌকায় ভোট দিয়ে জনগন স্বাধীনতা, গনতন্ত্র ও উন্নয়নের স্বাদ পেয়েছে। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের প্রতি আস্থাশীল বলেই বিশ্ব ব্যাংক ও অর্থনৈতিক পরাশক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে প্রমত্তা পদ্মার বুকে দেশের দীর্ঘতম বহুমুখী সেতুর বাস্তবায় করতে পেরেছে। এ দেশের মানুষ একসময় কল্পনাও করেনি যে, আধুনিক বিশ্বের মত এ দেশেও উড়াল সেতু হতে পারে, এক্সপ্রেস ওয়ে হতে পারে। নদীর তলদেশে সুরঙ্গ পথ হতে পারে এ কথা ছিল কল্পনারও অতীত। আওয়ামী লীগ এসব কিছু বাস্তব করে তুলেছে। কর্ণফুলী টানেল এর কাজ এখন প্রায় সম্পন্ন। সকল ষড়যন্ত্রের জাল ছিড়ে সততা, নিষ্ঠতা ও সাহসিকতার জন্য শেখ হাসিনার সরকার আজ বিশ্ববিদিত। আমাদের এতসব অর্জন, মানুষের কাছে তুলে ধরে ঘরে ঘরে ভোট চাইতে হবে। অপপ্রচার কারীদের রুখে দিতে হবে রাজনৈতিক উপায়ে। ২৭ তারিখ সন্ধ্যায় চুড়ান্ত বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়