চিটাগাং মেইল : চট্টগ্রামের রাউজানের বীর মুক্তিযোদ্ধা পবন কুমার তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা। মানবন্ধনে রাউজানের মুক্তিযোদ্ধারাসহ কয়েকশ’ মুক্তিযোদ্ধার সন্তান প্লেকার্ড, ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেছেন, গত ১১ সেপ্টেম্বর রাউজানের ঢাকাখালী কেন্দ্রীয় বিহারের সামনে আবুরখীল গ্রামের অভয় কুমার বড়ুয়া রানা, রূপায়ন বড়ুয়া কাজল, বিএনপি ক্যাডার রাউজান থানার মামলা ৯(৪)৮০ নং এর হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক বিধান বড়ুয়াসহ একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা পবন কুমার তালুকদারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হয়। তারা পবন কুমারকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এ হামলার ঘটনার সুষ্ঠু বিচার চাই। আর বিচার না হলে মুক্তিযোদ্ধারা শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করবেন। আগুন জ্বলবে পুরো চট্টগ্রামে।
মুক্তিযোদ্ধা বাদল বরণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মোহন লাল বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, টিপু বড়ুয়া, সূপর্না বড়ুয়া, পয়াগ বড়ুয়া, নির্জন বড়ুয়া, সোহেল বড়ুয়া, ও হামলা শিকার পবণ কুমার তালুকদার প্রমূখ।
মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধাকে মারধরের বিচার নিশ্চিত করেই তারা ঘরে ফিরবেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাউজান ঢাকাখালী কেন্দ্রীয় বিহারের সামনে হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে মুক্তিযোদ্ধা পবন কুমার তালুকদার (৬৮) গুরুতর আহত হন। এ ঘটনায় ১৩ জনকে আসামী করে চট্টগ্রাম চীফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেছেন মুক্তিযোদ্ধা পবন কুমার তালুকদার। শুনানী শেষে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে রাউজান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।