[english_date] | [bangla_day]

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত অভ্যন্তরীন ফুটবল ফেস্টিভ্যাল -২০২০ শুভ উদ্বোধন।

এমদাদুল হক রাসেলঃ

শুক্রবার বিকাল ৩ঃ৩০ মিনিটে স্হানীয় কলেজিয়েট স্কুল মাঠে,মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ফুটবল ফেস্টিভ্যাল ২০২০ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ছে।মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এর সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন লিটন এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলার মশিউল আলম স্বপন, উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এর সাধারন সম্পাদক শফিকুল আলম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির সভাপতি লায়ন এম এ মুছা বাবলু, মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির সাধারন সম্পাদক আকতার হোসেন জেকি উদ্বোধনী ম্যাচে তুষার-আবির ফাউন্ডেশন বনাম দিয়া ফাউন্ডেশন মধ্যকার ম্যাচে নির্ধারিত সময়ে ০-০ গোলে ড্র থাকার পড়ে ট্রাইব্রাকারে ৩-২ গোলে তুষার -আবির ফাউন্ডেশন জয় লাভ করেন,এতে আরো উপস্থিত ছিলেন আব্দুল আজিজ,ইকবাল হোসেন,ফুটবল কোচ মোহাম্মদ আলী, মহসিন সাজু,ওয়াসিম হাসান,নূর জাহেদ বাবলু, আলোউদ্দীন ভূইয়া,আলোউদ্দীন,সাইমন আহমেদ শাহেদ, ,ফারুক,ফয়সাল,আরাফাত,আমজাদী,জনি,ওয়াহিদুল আলম অভি মাছুম,মাকছুদ, আসিফ,মিন্টু,শহিদ, রাব্বি,মান্না প্রমূখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়