সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড পৌর নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন চান রোটারিয়ান ও সাপ্তাহিক চাঁটগার বাণীর প্রধান সম্পাদক সাংবাদিক ইউসুফ খান। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সীতাকুণ্ডের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সাংবাদিক ইউসুফ বলেন, মুক্তিযোদ্ধার সন্তান ও সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইব। তিনি বলেন, সীতাকুণ্ড পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও পৌরসভার কাঙ্ক্ষিত আশা পূরণ হয়নি। পৌরসদরে সুন্দর একটি বাজার থাকলেও বাজারের সৌন্দর্য ফুটে উঠেনি।বর্তমান কাঁচা বাজারটি বহুতল ভবন হতো তাহলে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারতো।আমি যদি আওয়ামীলীগের মনোনয়ন পাই তাহলে পৌরসদরের কাঁচা বাজারকে বহুতল ভবন নির্মাণ করে সৌন্দর্য গড়ে তুলবো। রেলওয়ে ডেবার পাড়কে সুন্দর একটি বিনোদনের জন্য পার্ক গড়ে তুলবো। এছাড়া নির্বাচনে নির্বাচিত হয়ে ২১ টি সমস্যা পরিকল্পনা অনুসারে বাস্তবায়ন করবো।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, দৈনিক পূর্বদেশ পত্রিকার সহ-সম্পাদক দেব দুলাল ভৌমিক, রোটারিয়ান মনোরঞ্জন রায়, জেলা সাবেক কানুনগো মছিদ্দৌলা,আর আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস্কান্দার হোসেন,ও আওয়ামীলীগ নেতা দিদারুল আলম প্রমুখ।