[english_date] | [bangla_day]

পটিয়ায় স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে মতবিনিময় সভার আয়োজন করায় বন্ধ করে দিল ভ্রাম্যমান আদলত

 

পটিয়া প্রতিনিধি – স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে পটিয়া পৌরসভার কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেনের মতবিনিময় সভায় প্রশাসন হানা দিয়েছে। বুধবার রাতে পটিয়ার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ২নং ওয়ার্ডের কাউন্সিলর রূপক সেনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট ইনামুল হাসান অভিযান চালান।

এসময় কাউন্সিলর অনুষ্ঠান স্থল থেকে সটকে পড়েন। মানুষের জন্য যেসব খাবারের আয়োজন করা হয়েছে তা সল্প সময়ে শেষ করে সকলকে ফিরে যান।

জানা গেছে, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রূপক কুমার সেনের সমর্থনে বুধবার রাতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রায় ৪শ লোক উপস্থিত ছিলেন। এসব লোকের জন্য রাতে খাবারের আয়োজনও করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে কারো মুখে ছিল না মাস্ক। এমনকি কেউ স্বাস্থ্য বিধিও মানেনি। খবর পেয়ে ম্যাজিষ্ট্রেট একদল পুলিশ নিয়ে সভায় উপস্থিত হয়ে সকলকে সভাস্থল ত্যাগ করার জন্য বলা হয়েছে। এর আগে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কাউন্সিলর রূপক কুমার সেন, পটিয়া পৌরসভা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক নাজিম উদ্দিন, প্রজন্মলীগের পটিয়া পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম শফি, শাহচান্দ আউলিয়া মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম বিপ্লব, মনজুরুল আলম, জহিরুল ইসলাম, মান্নান, জসিম উদ্দিন, মুজিবুল ইসলাম, জাহাঙ্গীর আলম ।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ইনামুল হাসান জানিয়েছেন, দেশে এখনো করোনাভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে। সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি না মেনে একজন কাউন্সিলর মতবিনিময় সভার আয়োজন করার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। অনুষ্ঠান করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।

পটিয়া পৌরসভার কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন জানিয়েছেন, পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামের জনগণ উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা করেছে। কিন্তু প্রতিপক্ষের লোকজন স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রশাসনকে বিভ্রান্তি করেছেন। স্বাস্থ্য বিধি লঙ্ঘনের মত কিছু ঘটেনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়