নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের কারণে দীর্ঘ লকডাউন এর পর গত ১৯ সেপ্টেম্বর ত্রিতরঙ্গ কার্যালয়ে সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে আবার শুরু হয়েছে “কালার কাস্ট বেস্ট মডেল কমপিটিশন” সিজন -২ এর সেরা ৪৭ জন কে নিয়ে গ্রুমিং সেশন।
ক্লাসে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নূজহাত নূয়েরী কৃষ্টি (ডিজাইনার), সাজিদুর রহমান ( ফটোগ্রাফার)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাস এর জন্য গ্র্যান্ড ফিনালে কখন অনুষ্ঠিত হবে সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে খুব তারাতাড়ি সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে পরিস্থিতি ঠিক হলে
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেই ভাবে গ্রুমিং ক্লাস এবং পরবর্তী রাউন্ড গুলো সম্পন্ন করা হবে।
আবারও চট্টগ্রামে নতুন কিছু একটা উপস্থাপন করবে কালার কাস্ট। ফটোগ্রাফিতে ছিলেন এস এইস রানা এবং গ্রুমিং ক্লাসটি পরিচালনায় ছিলেন কালার কাস্ট এর ডিরেক্টর আরফান রহমান আরভীর।