চিটাগাং মেইল : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উত্তর চট্টগ্রামের চার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন স্বজন কুমার তালুকদার।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জয়নাল আবেদীন, নানুপুর ইউনিয়নে মো. শফিউল আজম, মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে অ্যাডভোকেট আবুল কাশেম ও সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দীন।
এদের মধ্যে সুয়াবিল ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাকি তিন ইউনিয়নে উপ-নির্বাচন।
এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন স্বজন কুমার তালুকদার।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান বলেন, উত্তর চট্টগ্রামের চার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জয়নাল আবেদীন, নানুপুর ইউনিয়নে মো. শফিউল আজম, মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে অ্যাডভোকেট আবুল কাশেম ও সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দীন।
তিনি জানান, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন স্বজন কুমার তালুকদার।
আগামি ২০ অক্টোবর এসব ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই এবং ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ রয়েছে।