[english_date] | [bangla_day]

কমডোর নিয়ামুল হাসান চট্টগ্রাম বন্দরের নতুন সদস্য

চিটাগাং মেইল : চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দরের নতুন সদস্য (প্রকৌশল) হিসেবে দায়িত্ব নিলেন কমডোর মোহাম্মদ নিয়ামুল হাসান। বুধবার ৮ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) হিসেবে যোগদান করেন। একই সঙ্গে বিদায়ী সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন এম মহিদুল হাসান থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

কমডোর মোহাম্মদ নিয়ামুল হাসান (এল) বিএন ১৯৮৮ সালে ১ জানুয়ারি বাংলাদেশ নৌ-বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করেন এবং ১৯৯০ সালে ১ জুলাই ইলেকট্রিক্যাল শাখার কমিশন লাভ করেন। কম্পিটেন্সি সার্টিফিকেট অর্জনের পর তিনি নৌবাহিনীর বিভিন্ন ছোট, মাঝারি জাহাজ ও ফ্রিগেটে ইলেকট্রিক্যাল অফিসার এর দায়িত্ব পালন করেন।

কমডোর নিয়ামুল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় হতে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি রয়াল নেভী, ব্রিটেন এ সিস্টেম ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এ উচ্চতর কোর্স সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি দেশে ও বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন। তিনি যুক্তরাজ্যের এএন্ডপি টাইন শিপইয়ার্ডে ক্যাসেল ক্লাস অফসোর পেট্রোল ভেসেলের রিজেনারেশন প্রজেক্ট এর সদস্য হিসাবে কাজ করেছেন।

কমডোর নিয়ামুল হাসান চাকুরি জীবনে বিভিন্ন ষ্টাফ, প্রশিক্ষণ ও অধিনায়কত্বের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিএন ডকইয়ার্ডে তিনি ডিজিএম (ইলেকট্রিক্যাল) এবং নৌ-সদর দপ্তরের নৌ-অস্ত্র ও বিদ্যুৎ প্রকৌশল পরিদপ্তরে উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নৌ সদর দপ্তরে টেকনিক্যাল ষ্টোরস-পরিদপ্তরের পরিচালক এর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সশস্ত্র বাহিনীর বিভাগের গোয়েন্দা অধিদপ্তরে কর্নেল ষ্টাফ এর দায়িত্ব পালন করেন।

তিনি নৌবাহিনীর কারিগরী প্রশিক্ষণ ঘাঁটি, বানৌজা শহীদ মোয়াজ্জমে প্রশিক্ষক ও পরবর্তীতে ইলেকট্রিক্যাল স্কুলের ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ইইসিই বিভাগে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ নৌবাহিনী নেভাল এভিয়েশন এর মেইন্টেন্যান্স উইং এর প্রথম অধিনায়ক হিসাবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। আন্তজার্তিক পরিমন্ডলে তিনি জাতিসংঘ মিশনে মিলিটারি অরজারভার হিসেবে লাইবেরিয়াতে নিয়োজিত ছিলেন। চট্টগ্রাম বন্দরে যোগদানের পূর্বে তিনি বিএন কলেজ ঢাকার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়