[english_date] | [bangla_day]

শীতে ত্বকে আর্দ্রতা, মাছের তেলে মিলবে সমাধান

লাইফস্টাইল ডেস্ক: শীত তো অপেক্ষায় রয়েছে, ক’দিন বাদেই দেখা মিলবে। কিন্তু ত্বক বা শরীরের চামড়ায় তো আগেই টানতে শুরু করেছে। ত্বক হয়ে পড়ছে শুষ্ক, সাদা খড়খড়ে, টান টান ভাব, চামড়া মরে যাচ্ছে, আরও কত কী! এই অবস্থায় চামড়ার আর্দ্রতা ধরে রাখতে যা করতে হবে তা এখন থেকেই। তবে শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দামী ফেসিয়ালের পরবির্তে ভরসা রাখুন মাছের তেলে।

কেননা পুষ্টিবিদদের মতে, মাছের মতোই তার তেলও কিন্তু সমান পুষ্টিকর। মাছের তেলে থাকে প্রেটিন, ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রচুর ভিটামিন, আয়োডিন ছাড়াও মাছের তেলে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি হার্ট সতেজ রাখতে সাহায্য করে। একইভাবে, ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দিতে পারে মাছের তেলে। যা ত্বককে কোমল রাখার পাশাপাশি যে কোনো ধরনের ক্ষত থেকে রক্ষা করে। চলুন জেনে নেওয়া যাক মাছের তেলে ত্বকে উপকারিতা_

ত্বকের প্রদাহ কমায়

মাছের তেলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যা দেহের পাশাপাশি ত্বকের প্রদাহ কমাতেও সাহায্য করে। যারা দীর্ঘদিন ধরে একজিমা, সোরিয়াসিস বা ব্রণর সমস্যায় ভুগছেন, তাদের জন্য উত্তম মাছের তেল। তাছাড়া মাছের তেল খেলে আপনার পাচনতন্ত্রের প্রদাহও কমবে এবং অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকবে, যা আপনাকে সুন্দর ত্বক গঠনেও সাহায্য করে।

ত্বককে ময়েশ্চারাইজ করে

মাছের তেলের উপর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ত্বকের উপর একটি সুরক্ষিত আস্তরণ তৈরি করে। এটি ত্বক থেকে পানি নিষ্কাশন বন্ধ করে। পাশাপাশি ত্বকের শুষ্কভাব দূর করে এবং ত্বকের আর্দ্রভাব বজায় রাখতে সাহায্য করে।

সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করে

সূর্যের ক্ষতিকর আলো আমাদের ত্বকের সবচেয়ে বেশি ক্ষতি করে। যে কারণ সবসময় সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সানস্ক্রিনের পাশাপাশি মাছের তেল ব্যবহার করলে আপনি ত্বককে সান বার্ন ও শুষ্কতার হাত থেকে রক্ষা করতে পারবেন। সবচেয়ে উত্তম যদি আপনি ডায়েটে মাছের তেল রাখেন এবং প্রতিদিন ত্বকে সানস্ক্রিন মাখেন।

ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে

মাছের তেল ত্বকের কোলাজেন গঠনে সাহায্য করে। এটি ত্বকের বার্ধক্যের লক্ষণগুলোকে ধীর করে দেয়। অর্থাৎ, মাছের তেল ব্যবহারে বলিরেখা, সূক্ষ্মরেখা, দাগছোপ আপনার ত্বকের ধারে কাছে ঘেঁষবে না।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়