[english_date] | [bangla_day]

হঠাৎ লিফটে আটকে গেলে কী করবেন

ডেস্ক রিপোর্ট: যান্ত্রিক জীবনে বেড়েছে বহুতল ভবনের সংখ্যা। আর সেই সঙ্গে বেড়েছে লিফটের ব্যবহার। কিন্তু অন্যান্য যন্ত্রের মতো লিফটেও যান্ত্রিক ত্রুটি দেখা যেতে পারে। তাছাড়া লোডশেডিংয়ের কারণেও হঠাৎ থেমে যেতে পারে লিফট। হঠাৎ যদি লিফটে আটকে পড়েন, কী করবেন?

লিফটে আটকে পড়লে প্রথমেই মাথা শান্ত এবং স্থির রাখা জরুরি। কারণ, এমন পরিস্থিতিতে অনেকেই ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাতে হিতে বিপরীত হতে পারে।

লিফট যদি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং আলো নিভে যায়, তা হলে ভয় না পেয়ে মোবাইলের আলো জ্বালিয়ে নিন। মোবাইলের আলোয় দেখুন দরজা খোলার কোনো সুইচ আছে কি না। সুইচে চাপ দিয়ে যদি দেখেন দরজা খোলা যাচ্ছে, তা হলে তাড়াহুড়ো করে নামতে যাবেন না। লিফট আদৌ কোনো সমতলে আছে কি না, সেটা এক বার দেখে নিয়ে তবেই নামুন।

লিফটের দরজা যদি কোনো ভাবেই খোলা সম্ভব না হয়, তাহলে দরজার পাশে থাকা অ্যালার্ম এক বার বাজিয়ে দেখুন। এখন প্রায় সব লিফটেই ইন্টারকম অথবা স্পিকার থাকে। সে ক্ষেত্রে আটকে পড়লে বাইরে কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন।

আজকাল সব লিফটেই ‘এআরডি’ (অটোমেটিক রেসকিউ সার্ভিস) থাকে। যার কাজ হলো কোনো কারণে লিফট চলা বন্ধ হয়ে গেলে, নিজে থেকেই কোনো একটি তলায় এসে নামবে, দরজাও খুলে যাবে। এমন সুবিধা থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়