চিটাগাং মেইল : ভারত ও দেশি পেঁয়াজের পর এবার চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৩০ টাকা দাম নেওয়া হচ্ছে।সরেজমিন দেখা গেছে, টিসিবির ট্রাকের পেছনে মানুষের লম্বা লাইন। চিনি, ডাল, সয়াবিন তেলের চেয়ে পেঁয়াজের চাহিদাই বেশি।
জামালখানে টিসিবির পেঁয়াজ কিনতে আসা মো. আসাদুজ্জামান জানান, খুচরা দোকানে ছোট ছোট দেশি পেঁয়াজ ৯৫-১০০ টাকা চাইছে। টিসিবির ট্রাক থেকে কিছুদিন ভারতের পেঁয়াজ কিনেছি। এখন বড় বড় চীনা পেঁয়াজ কিনছি। ঝাঁজ কম হলেও পেঁয়াজইতো!
আরেকজন ক্রেতা বলেন, পেঁয়াজের পাশাপাশি সরকার টিসিবির ট্রাকে ৩০ টাকায় আলু বিক্রি করলে ভালো হতো।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, চট্টগ্রাম শহরে ৮টি ট্রাকে পেঁয়াজসহ টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া আনোয়ারা, মিরসরাই ও খাগড়াছড়িতে ৩টি ট্রাক পাঠানো হয়েছে। চীনা পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে।
তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্যজেলা সদর ও উপজেলাগুলোর ডিলারদের পর্যায়ক্রমে টিসিবির পণ্য বরাদ্দ দেওয়া হচ্ছে।