[english_date] | [bangla_day]

লামায় শিশু ও নারী উন্নয়নে তথ্য অফিসের কর্মশালা

লামা প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাতে শিশু ও নারী উন্নয়নে তথ্য অফিসের উদ্যোগে দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলুন- “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম”।

এই প্রতিপাদ্যের আলোকে তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের অধীনে ২০২০-২১ অর্থবছরের ১ম কিস্তি (জুলাই-সেপ্টেম্বর ২০২০) পর্যন্ত জিওবি খাতের প্রচার কার্যক্রমের আওতায় লামা উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় সরকারের গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় এর আয়োজনে বর্ণিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ এর সভাপতিত্বে ও তথ্য অফিসের মোঃ সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডা. মো. শাহবাজ।

কর্মশালায় জন্ম নিবন্ধন, শিক্ষা, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা, নিরাপদ সড়ক,জীবন ও তথ্য কেএইচএইচপি, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ ও জেন্ডার সমতা, নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা,মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, করোনা ভাইরাস সংক্রমণ রোধ, ডেঙ্গু প্রতিরোধ, জীবন তথ্য ও কঐঐচ শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ইত্যাদি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লামা তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী।

উক্ত কর্মশালায় ইউপি পরিষদের চেয়ারম্যানগণ, মহিলা মেম্বারগণ,শিক্ষক -শিক্ষিক্ষা, ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় ইমাম, শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও এলাকায় কর্মরত গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়