লামা প্রতিনিধিঃ লামা থানার আজিজনগর ইউনিয়ন থেকে ১২০ লিটার দেশীয় মদসহ ৩ জনকে আটক করেছে লামা থানার পুলিশ।
সোমবার ২৭ জুলাই লামা থানাধীন ০৪ নং আজিজনগর ইউপিস্থ এ আই লিমিটেড রোড এর ১ নং গেইটের সামনে থেকে চোলাইমদ সহ মহিলাসহ তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- সাতকানিয়া থানার বাজালিয়ার দুলাল সেনের ছেলে মিন্টু সেন, কক্সবাজারের পানবাজার এলাকার মৃত অরুন বিশ্বাসের এর ছেলে দূর্জয় বিশ্বাস শান্ত, কক্সবাজার জেলার চাউল বাজারের বাসিন্দা মৃত অং এর স্ত্রী ইনসে রাখাইন ।
তাদের কাছ থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ১২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ জব্দ করে তাদের গ্রেফতার পূর্বক থানায় আনা হয়।
এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আটককৃতদের নামে লামা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৭, তারিখ- ২৭/০৭/২০২০ ইং।
মামলা রুজু পূর্বক যথাযথ ভাবে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।