তৌফিক হাসানঃ করোনা পরিস্থিতিতে গরু বিক্রী নিয়ে সঙ্কা থাকায় বেশিরভাগ গরু বেপারীরা এবার অনাগ্রহ প্রকাশ করেন গরু সরবরাহে। কিন্তু এই বছর গরুর ক্রেতাও তেমন কম নেই। বিভিন্ন গরুর হাটে যেসব গরু মজুদ ছিলো তাদের বেশিরভাগই বিক্রী হয়ে গিয়েছে। চট্টগ্রামের ইতিহাসে এমন গরুর সংকট আগে কখনো হয়নি। শহরের অন্যতম গরুর বাজার সাগরিকা ও নূর নগরেও গরুর সরবরাহ একেবারেই কম এবং বিবির হাটে গরু নেই বললেই চলে। শহরের অনেক ক্রেতা গরুর মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে ছুটে চলেছেন গ্রামাঞ্চলের বিভিন্ন হাট বাজারে। তবে আজ রাতেই বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক গরু আসবে বলে ধারণা করছেন বাজার কমিটি। গরুর বাজারে বেচাকেনা ঈদের নামাজের আগ পর্যন্ত বহাল থাকবে।
ছবিটি গতকাল রাতে এক কিলোমিটার নূর নগর গরুর বাজার হতে তোলা