তৌফিক হাসানঃ প্রতি বছরের ন্যায় এই বছরেও নগরীর অন্যতম ব্যাস্ত গরুর হাট বসেছে এককিলোমিটা নুরনগর হাউজিং মাঠে, এবার হাটের ইজারাদার হাজী আব্দুর রহিম সওদাগর হাটের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি জোর দিচ্ছেন শারীরিক নিরাপত্তার উপর। মহামারী করোনা ভাইরাসে প্রায় মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না তারা কিভাবে তাদের কুরবানীর পশুটি ক্রয় করবে। তাই স্বাস্থ্যের ঝুকি কমাতে হাটে বিশেষ নিয়ম কানুন মেনে চলতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই। হাটের গেইটে সেচ্চাসেবকেরা শরীরের তাপমাত্রা নির্ণয় করছেন ও জীবাণুনাশক স্প্রে দিচ্ছেন সকলকে, আর অবশ্যয় নিরাপদ মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না হাটে। হাটে অন্যান্য নিরাপত্তার জন্য প্রতি পয়েন্টে নিযুক্ত আছেন পুলিশ সদস্য।