চিটাগাং মেইল : সারাদেশব্যপী চলমান নারী নির্যাতন ও ধর্ষন নিয়ে দেশের সকল সুনাগরিক গভীরভবে উদ্ধিগ্ন। যার ধারাবাহিকতায় সারাদেশে ছাত্র সমাজ, বিভিন্ন সংগঠন ও সাধারন মানুষ সোচ্চার হয়ে রাস্তায় নেমেছে,প্রতিবাদ করছে,আন্দোলন করছে,মানববন্ধন করছে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানও প্রকৌশল অনুষদ চট্টগ্রাম এর ছাত্রছাত্রীরা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। উক্ত মানববন্ধনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্ট এর সকল অধিবর্ষের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে।
এতে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেছে অনুষ্ঠানের আহবায়ক অনিক বড়ুয়া, মোহাম্মদ রায়হান উদ্দীন, পিকুল দাশ জয়, সাজিবুল ইসলাম, তৌহিদুল চৌধুরী সহ আরো অনেকে।
তাদের একটাই দাবী, অতীতে ঘটা ধর্ষনগুলো সহ বর্তমানে ঘটা সকল ধর্ষনের দ্রুত বিচার করা এবং আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন হলে সংবিধান সংশোধন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা।