[english_date] | [bangla_day]

জাগো আবার…. হুমায়ুন মোস্তফা

হে দুর্বার পথের নবীন কবি
চক্ষু মেলে দেখো নিজে,
চারদিকে বয়ে যাচ্ছে আহাজারি
কত রক্তে মানুষ ভিজে।

চালাও তোমার নব তরবারি
সত্য আসুক নেমে,
শান্তির জন্য রক্ত দিতে
যেওনা তুমি থেমে।

চারিদিকে কালো প্রলয় শিখা
জ্বলছে ধুকে ধুকে,
জননী খুজে মানিক রতন
নেই প্রাণ তার বুকে।

বুঝতে শেখো,সাহস রেখো
যুদ্ধ বিনে শান্তি নাহি মেলে,
শান্তি আসে ভালবেসে
ভাইয়েরা যুদ্ধে গেলে।

আবার ডাকো একই সূরে
যেন মুজিব ডাকে,
ভুলে যাও সব ভেদাভেদ
মানবতা বলে যাকে।

২০২০ সাল, কক্সবাজার।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়