নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ৫০০ অসহায় মানুষের হাতে সেহেরি তুলে দিয়েছেন সিটি মেয়র বীল মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (৬ মে) রাতে সমাজসেবক সাইফুল ইসলাম চৌধুরীর সৌজন্যে বহদ্দারহাট, মুরাদপুর ও শুলকবহর এলাকায় তিনি এসব খাবার বিতরণ করেন।

এ সময় মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন,’নগরীর ভাসমান মানুষগুলো পাশে দাঁড়ানো উচিত। সরকারী সহযোগিতার পাশাপাশি তিনি সমাজের বিত্তবান মানুষকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পেরেছে বলেই করোনায় নিম্ন আয়ের মানুষ চিকিৎসা নিয়ে কষ্ট হচ্ছে না। সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এই সংকটে ব্যাপক অবদান রেখেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে।’