১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার
৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুঃখ নূপুর, নাছির উদ্দিন চকোরী

 

স্নিগ্ধ জোসনায় হাস্নাহেনার বিবর্ণ সৌরভ
খুঁজে ফিরি অচ্ছ্যুৎ অনন্ত নীলিমা
রাতজাগা পাখির মর্মভেদী বিউগল সুর
কিংবা ঝর্ণার কলতানে বিহবল প্রিয়তমা।

মেঘের ডানায় উড়ে যাই অসীমের পানে
পাশা খেলায় মত্ত অলস স্বপ্ন-দুপুর
তেপান্তর পেরিয়ে হেমন্তের স্নিগ্ধ শিশির
কিংবা বেজে ওঠে লুকোচুরি দুঃখ-নুপুর।

শরতের শুভ্র মেঘের মিছিলে ফিরে এসো
তমোসার বিদঘুটে বিবৃতি অথবা শ্বাপদ শরণ
ভালোবাসা সাম্য সৌহার্দ্য অবিনাশী
কিংবা আলোর তৃষ্ণাকাতর রৌদ্রদহন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়