১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার
৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনায় দুদকের সহকারী পরিচালকের মৃত্যু

চিটাগাং মেইল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মারা গেছেন ।

শনিবার (২৪ এপ্রিল) দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম সর্বশেষ কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি খুলনার নিজ বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে নিজ গৃহে তিনি মৃত্যুবরণ করেন।

মো. শহীদুল ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। ব্যক্তি জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দুদকের মোট ১২৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০৫ জন সুস্থ হলেও মারা গেছেন শহীদুল ইসলামসহ চারজন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়