২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার
১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আশাহত আগামী—- আকাশ আজিজ

যে নির্ভরতায় কোদাল মাটির সম্পর্কে
কৃষকের স্বপ্ন বাঁচে,
হয়তো সে নির্ভরতায় তুমিও ফিরতে চেয়েছিলে-
তোমার আগমনের বার্তা আমাকে শিহরিত
করেনি- বরং জাগিয়ে দিয়েছে দীর্ঘ দহনের ভয়।

স্ববিরোধী ব্যস্ততায় ল্যাম্পপোস্টের
আলোয় নৈঃশব্দের কোলাহল,
নিরাশার চিবুকে হাত রেখে তোমার
ফিরে আসাকে করেছে বারণ।

আজ ঝরাপাতার নির্জীবতায় আনমনে ঝুলে থাকা সময়ে বাতাসে বারুদের গন্ধ নেই
আছে বিষমাখা সন্দেহ।
বাঁধন ছিড়ে বেরিয়ে আসা ভবঘুরে ইচ্ছেগুলো এই মুহূর্তের কাছে ভিষণ অসহায়।

কচি সূর্যের আলো মেখে সদ্য জাগা
পাখিটার চোখেও এক আকাশ বিষন্নতা,
ক্লান্তির কাজল মুছে ফেলা কুঁজো
নদীতে ভেসে গেছে আশাহত আগামী।

আজ আমার তাড়া নেই অফিসে
যাওয়ার ব্যস্ততা নেই,
জীবনানন্দের কালো বিড়ালের
মতো ঝিমিয়ে গেছি,থমকে গেছি।

৪-৫-২০২০

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়