অবরুদ্ধ অনুকুল
———-প্রদীপ প্রোজ্জ্বল
তোমার সিমান্ত কাঁটাতার
আমাকে বারবার তাঁড়িয়েছে শুধু শুন্যেতাই অন্য অনুকুলে
আমি ততঃপর হয়ে অবরুদ্ধ করেছি নিজের চৈতন্যঅভিলাষ
প্রশ্নের কোনো জবাব ছিলো না বলেই এ অপদার্থবুকে-
তাই গুছিয়ে নিয়েছি সময়ের ডানায় ব্যাথিত ভালোবাসার
প্রতিটিঅক্ষর শুধুই তোমার জন্যে!